গত ১৭ অক্টোবর ২০২১ তারিখ বিকালে ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন মেঘনা নদীর চর পাতিলা এলাকায় যাত্রী ও মালামালবাহী ০১ টি
ইঞ্জিন চালিত কাঠের ট্রলার বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ০৯ জন যাত্রীসহ ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের
অধিনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা হতে দ্রুততার সহিত ০১ টি বিশেষ উদ্বারকারী দল ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে ডুবে যাওয়া ট্রলারের
০৯ যাত্রীর মধ্যে ০৬ জন যাত্রীকে জীবিত এবং শিশু মোঃ জুনায়েদ হোসেন (০২) এর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাক্তিদের প্রাথমিক
চিকিৎসা প্রদান করা হয় এবং মৃতদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া এখনো ০২ জন যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা
হলেন ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন মুজিবনগর এলাকার মোঃ স্বপন (২৬) ও তার মা মোছাঃ বিলকিছ বেগম (৫০)। বাংলাদেশ কোস্ট
গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।