Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ এপ্রিল ২০২২

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ


প্রকাশন তারিখ : 2022-04-18

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় মাদক পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৭ এপ্রিল ২০২২ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক ১৫৪০ ঘটিকায় টেকনাফ থানাধীন হাবিরছড়া ঝাউবন সংলগ্ন এলাকায় তল্লাশি চলাকালীন কালো রংয়ের একটি পলিব্যাগে পরিত্যাক্ত অবস্থায় ২,৮০০ (দুই হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে তা জব্দ করা হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।