শনিবার ০৫ আগস্ট ২০২৩ রাত আনুমানিক ০১০০ ঘটিকায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পটুয়াখালীর কালাইঘাট গামী যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন -৫’থেকে মেঘনা নদীতে পড়ে মো:মূশরীন ইসলাম হৃদয় নামের একজন নিখোঁজ হয়। লঞ্চ কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচরকে অবহিত করে। আউটপোস্ট হাইমচর কর্তৃক সার্চ এ্যান্ড রেসকিউ অপারেশন্স পরিচালনা করে শনিবার ০৫ আগস্ট ২০২৩ রাত আনুমানিক ০৩৩০ ঘটিকায় নদী থেকে নিখোঁজ মো: মূশরীন ইসলাম হৃদয় কে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান পরবর্তী তাকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।