Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মে ২০২২

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪২,০০০ পিস ইয়াবাসহ আটক দুই


প্রকাশন তারিখ : 2022-05-02

গোপন সংবাদের ভিত্তিতে, গত ৩০ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক রাত ২২০০ ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় টেকনাফ বাজার সিএনজি স্টেশনের সামনে একটি সাদা রঙের বস্তা হাতে থাকা দুই জন ব্যাক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দেয়। এ সময় ব্যাক্তিদ্বয় না থেমে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে আব্দুর রাজ্জাক (২১) এবং মোঃ ইলিয়াছ (১৭) কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের হাতে থাকা বস্তা তল্লাশি করে ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং আটকৃত ব্যাক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।