Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ নভেম্বর ২০২৪

সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা হতে ০২ টি এক নলা বন্দুক ও ০৪ রাউন্ড কার্তুজসহ কুখ্যাত ডাকাত আসাবুর ও তার সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।


প্রকাশন তারিখ : 2024-11-12

মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর ২০২৪ তারিখ ১৩০০ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে মোস্ট ওয়ান্টেড এবং দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা(৪২) ও তার সহযোগী মোঃ আলমগীর মীর (২৮) কে ০২ টি একনলা বন্দুক ও ০৪ রাউন্ড কার্তুজ সহ আটক করা হয়। আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল বলে জানা যায়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দাকোপ থানায় হস্থান্তর করা হয়।

 

তিনি আরও বলেন, আটককৃত ডাকাতরা খুলনা জেলার দাকোপ থানাধীন সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ০১টি অবৈধ অস্ত্র মামলা ও ০২ টি ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।