Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ অক্টোবর ২০২১

হিজলায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক দেশীয় অস্ত্রসহ ১০ জন ডাকাত আটক


প্রকাশন তারিখ : 2021-10-15

গতকাল রাতে বিসিজি স্টেশান হিজলা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা "মা ইলিশ সংরক্ষন অভিযান -২০২১" উপলক্ষে যৌথ অভিযানে গমন করে। অভিযান শেষে 
টহলদল হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে বিসিজি স্টেশান হিজলায় আগমনের সময় আজকে রাত ১২:১৫ ঘটিকায় অপর একটি নৌকাযোগে 
১০ সদস্যের একটি ডাকাতের দল ডাকাতির উদ্দেশ্যে ০৪ টি রামদা ও দেশীয় অস্ত্রসহ আক্রমণ করতে উদ্যত হয়। এসময় কোস্ট গার্ড টহলদল ১০ জন ডাকাতকে 
ডাকাতিকালে হাতেনাতে আটক করতে সক্ষম হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৪টি দেশীয় রামদা, ২ টি দেশীয় দা, ৭ টি 
মোবাইল ফোন ও ১টি টর্চ লাইট জব্দ করে। পরবর্তীতে আটককৃত ১০ জন ডাকাতকে জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করা হয় । 
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও 
মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা নিশ্চিত এর পাশাপাশি ডাকাত দমনে কোস্ট গার্ডের এরূপ তৎপর অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।