Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০২২

আঞ্চলিক অফিস পশ্চিম জোন

বাংলাদেশ কোস্ট গার্ড, পশ্চিম জোন

১।      বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন ১৩ নভেম্বর ১৯৯৭ সালে খুলনা বিভাগে প্রতিষ্ঠিত হয়। এই জোনের প্রথম জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কমান্ডার এমআর হোসেন (এন) পিএসসি, বিএন। বাগেরহাট জেলার মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে পশ্চিম জোনের দপ্তরটি অবস্থিত পশুর নদীর তীরে অবস্থিত এবং বিজিবি ক্যাম্প (দিগরাজ প্রশিক্ষণ কেন্দ্র) পশ্চিম জোনের নিকটবর্তী অঞ্চল। বিসিজি বেইস মংলা হচ্ছে পশ্চিম জোনের একমাত্র বেইজ।                    এছাড়া বিসিজি বেইজের ০৯টি স্টেশন এবং ০৩টি আউটপোস্ট রয়েছে। বৃহত্তর সুন্দরবন ও তদসংলগ্ন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে সুন্দরবনে মোট ১২ টি স্টেশান ও আউটপোস্ট রয়েছে।

২।      বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের কার্যক্রমঃ

ক। কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলাধীন সুন্দরবনের জলসীমা সন্নিহিত স্থলভাগ, তথা উপকূলীয় অঞ্চল, নদ-নদী, খাল, চ্যানেল, মোহনা, বানিজ্যিক নৌপথ এলাকায় দায়িত্ব পালন করে।

খ। সুন্দরবন এলাকার আইনশৃঙ্খলা, বনজ, প্রানীজ ও মৎস্য সম্পদ রক্ষাসহ সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখা।

গ। অবৈধভাবে উদ্ধারকৃত বিপুল পরিমান বন্যপ্রানী, মৎস্য সম্পদ উদ্ধার করেছে এবং জীবিত বন্যপ্রানী বনে অবমুক্ত করেছে।

ঘ। সুন্দরবনকে অভয়ারন্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দিনে রাতে টহল, চোরা কারবারীদের ফাঁদ, জার, বোট আটকে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ ভূমিকা রয়েছে।

ঙ। কোস্ট গার্ড পশ্চিম জোন ১২টি স্টেশান ও আউটপোস্টের মাধ্যমে সুন্দরবনে যে তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সুন্দরবন রক্ষণাবেক্ষণ করছে।

জ। অত্র এলাকার স্থলপথে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সাধারন মানুষের পাশে থেকে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করা।

ঝ। এছাড়াও জাটকা নিধন প্রতিরোধ ও মা ইলিশ সংরক্ষণ অভিযান, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় প্রশাসনকে সহায়তা করা। অত্র জোনের অধীনে অবস্থিত জাহাজ/স্টেশান/চৌকি সমুহের নাম ও মোবাইল নাম্বার নিম্নে দেওয়া হল –

 

বেইস/জাহাজসমূহ

 

ক্রমিক

জাহাজ

মোবাইল নং

মন্তব্য

১।

বিসিজি বেইস মংলা

01769-444166

 

২।

বিসিজিএস কামরুজ্জামান

01769-444539

-

৩।

বিসিজিএস মনসুর আলী

01769-444519

-

৪।

বিসিজিএস স্বাধীন বাংলা

01769-444609

-

৫।

বিসিজিএস সোনার বাংলা

01769-442619

-

৬।

বিসিজিএস অপরাজেয় বাংলা

01769-442629

-

৭।

বিসিজিএস তৌফিক

01769-444629

-

৮।

বিসিজিএস তামজীদ

01769-444639

-

৯।

বিসিজিএস তৌহীদ

01769-444619

-

১০।

বিসিজিএস তানভীর

01769-442639

-

১১।

বিসিজিএস নোয়াখালী

01769-443519

-

১২।

বিসিজিএস পটুয়াখালী

01769-443529

-

১৩।

এইচপিবি গাড়াই

01769-444659

-

১৪।

এইচপিবি আত্রাই

01769-444669

 

 

স্টেশন/আউটপোস্টসমুহ

 

ক্রমিক

স্টেশন/আউটপোস্ট

মোবাইল নং

মন্তব্য

১।

­স্টেশন শরণখোলা

01769-444210

-

২।

স্টেশন সুপতি

01769-444240

-

৩।

স্টেশন কয়রা

01769-444200

-

৪।

স্টেশন কোকিলমনি

 

01769-444250

01535-889203

-

৫।

আউটপোস্ট কচিখালী

01769-444300

-

৬।

স্টেশন রূপসা

01769-444230

-

৭।

আউটপোস্ট দুবলা

01769-444320

01535-889204

-

৮।

­স্টেশন কৈখালী

01769-444229

-

৯।

স্টেশন দোবেকী

01769-444260

-

১০।

স্টেশন হারবারিয়া

01769-444290

-

১১।

স্টেশন  কাগাদোবেকী

01769-444280

01538-877899

-

১২।

আউটপোস্ট নলিয়ান

01769-444310

-