Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০২২

সিজি বেইজ অগ্রযাত্রা(পটুয়াখালী)

বিসিজি বেইস অগ্রযাত্রা

১।   বিসিজি বেইস অগ্রযাত্রা বাংলাদেশ কোস্ট গার্ডের একমাত্র প্রশিক্ষন ঘাঁটি। বাংলাদেশ কোস্ট গার্ডের একমাত্র প্রশিক্ষন ঘাঁটি অগ্রযাত্রা কমিশনিং এর মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড প্রশিক্ষনের ক্ষেত্রে একধাপ এগিয়ে যেতে সামর্থ হয়। এ ঘাঁটি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলার দূর্গাপুরে অবস্থিত। উক্ত ঘাঁটি ২০১৪ সালের ১১ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কমিশনিং করা হয় । অস্ত্র বেইসে প্রথম কমান্ড্যান্ট এর দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন এম কাউসার আলম (জি), পিএসসি, বিএন । বর্তমানে ক্যাপ্টেন শাহজাহান সিরাজ (জি), পিএসসি, বিএন অত্র বেইসের কমান্ড্যান্ট এর দায়িত্ব পালন করছেন ।

 

২।   কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার কার্যক্রমঃ
কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা প্রতিষ্ঠালগ্ন হতে কোস্ট গার্ড সদস্যদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও অন্যান্য সেবামূলক কার্যক্রমের মাধ্যমে জাতীয় স্বার্থে কোস্ট গার্ডের বর্তমান কার্যক্রমকে শক্তিশালী করছে। বাংলাদেশ নৌবাহিনী হতে আগত নতুন কোস্ট গার্ড সদস্যদের বেসিক ওরিয়েন্টেশান কোর্স উক্ত ঘাঁটি কর্তৃক পরিচালনা করা হয়। বর্তমানে কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক Search And Rescue, Small Boat operation Life Guard And Frist Aid Basic Computer, Disaster Management, Special Operation, Boarding Operation, Basic Bomb Disposal, Sea port Interdiction, Pollution Monitoring And LAMOR Pollution Control, Basic Counter Terrorism কোর্স পরিচালনা করে থাকে। এছাড়াও সাম্প্রতিক সময়ে UNODC এর বিদেশী প্রশিক্ষকের মাধ্যমে Visit Board Search And Seizure (VBSS) Course এবং PACOM USA এর প্রশিক্ষক কর্তৃক Joined Combined Exchange Training কোর্স পরিচালনা করা হয় উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা, মানসিক বিকাশ, ও উন্নত মনোবল অর্জনে বিশেষ ভূমিকা রাখতে সামর্থ হয়। ফলশ্রুতিতে জাতি পাবে একটি দক্ষ, সুশৃঙ্খল ও সুপ্রতিষ্ঠিত কোস্ট গার্ড যা জাতিকে করবে আরো সুরক্ষিত ও সুদৃঢ়।

 

  দুর্গাপুর ,পটুয়াখালী সদর-৮৬০

  মোবাইল: +৮৮০১৭৬৯৪৪৬৯৯৯

  অগ্রযাত্রা (গার্ডরুম) : ০১৭৬৯৪৪৬১৬৬

  E-mail:  agra_so@coastguard.gov.bd
 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon